ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

ফিনান্সিয়াল টাইমস: হাসিনা আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার 

২০২৫ সেপ্টেম্বর ১২ ১২:১৫:৪১

ফিনান্সিয়াল টাইমস: হাসিনা আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার 

আন্তর্জাতিক ডেস্ক: ফিনান্সিয়াল টাইমসের নতুন ডকুমেন্টারি “Bangladesh’s Missing Billions, Stolen in Plain Sight” প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

ডকুমেন্টারিতে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছেন—এত বিপুল অর্থ কীভাবে বিদেশে চলে গেল এবং তা ফেরত আনা সম্ভব হবে কি না। ২০২৪ সালের গ্রীষ্মে বিতর্কিত সরকারি চাকরি কোটা প্রস্তাব ও ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটও ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে।

শাসনামলে হাসিনার ঘনিষ্ঠরা সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর সহায়তায় ব্যাংক দখল করে, ভুয়া ঋণ দিয়ে অর্থ পাচারের পথ তৈরি করে। বিশ্লেষকরা মনে করেন, এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় লুটতরাজ।

ডকুমেন্টারিতে শেখ হাসিনার পরিবারের বিদেশি সম্পদ ও অফশোর অ্যাকাউন্টের কথিত তথ্যও প্রকাশিত হয়েছে। অর্থের বড় অংশ হুন্ডি, কম বা অতিরিক্ত ইনভয়েস এবং যুক্তরাজ্যে সম্পত্তি ক্রয়ের মাধ্যমে পাচার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

হাসিনার পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। তিনি এবং সাবেক আইএমএফ কর্মকর্তা আহসান মনসুর অর্থ ফেরত আনার জন্য টাস্কফোর্স গঠন করেছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই অর্থ উদ্ধারে “বছরের পর বছর” লাগবে।

ডকুমেন্টারিতে আরও বলা হয়েছে, দুর্নীতি, জবাবদিহির অভাব ও দায়মুক্তির সংস্কৃতি জনঅসন্তোষের জন্ম দিয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে মৌলিক সংস্কার জরুরি; তা না হলে ক্ষমতার একচেটিয়া দখল পুনরায় ফিরে আসতে পারে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত