ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

প্রধান বিচারপতির কার্যভার নিলেন জুবায়ের রহমান

২০২৫ সেপ্টেম্বর ১২ ০৮:৪৯:০৭

প্রধান বিচারপতির কার্যভার নিলেন জুবায়ের রহমান

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতির কার্যভারের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিল ও কাতারে অবস্থান করবেন। এ সময় অথবা তিনি যাত্রা শুরুর দিন থেকে পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের দ্বিতীয় প্রবীণ বিচারক জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত