ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রধান বিচারপতির কার্যভার নিলেন জুবায়ের রহমান

২০২৫ সেপ্টেম্বর ১২ ০৮:৪৯:০৭

প্রধান বিচারপতির কার্যভার নিলেন জুবায়ের রহমান

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতির কার্যভারের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিল ও কাতারে অবস্থান করবেন। এ সময় অথবা তিনি যাত্রা শুরুর দিন থেকে পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের দ্বিতীয় প্রবীণ বিচারক জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত