ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ দলের শক্তিশালী ও দুর্বল দিক নিয়ে মিসবাহর বিশ্লেষণ

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৯:৩৬:৩২

বাংলাদেশ দলের শক্তিশালী ও দুর্বল দিক নিয়ে মিসবাহর বিশ্লেষণ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ মিশনে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।

বাংলাদেশ সময় আজ (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের পূর্বে মিসবাহ টাইগারদের বোলিং আক্রমণকে শক্তিশালী বললেও ব্যাটারদের ধারাবাহিকতার ওপর জোর দিয়েছেন।

মিসবাহ উল হক মনে করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো বোলিং, বিশেষ করে পেস বোলিং আক্রমণ। মোস্তাফিজুর রহমানের ধারাবাহিক বোলিং পারফরম্যান্স তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। এছাড়া তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নতুন বলে বোলিং বাংলাদেশকে বাড়তি শক্তি জোগাবে বলে তিনি বিশ্বাস করেন। মিসবাহ বলেন, "বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তাদের বোলিং। মুস্তাফিজ অন্যতম সেরা, বিশেষ করে যখন সাদা বলের ক্রিকেটের কথা আসে। তাসকিন খুব ভালো ফর্মে আছে, সে একজন উইকেট শিকারি বোলার। শরিফুল ইসলামও খুব ভালো বোলিং করছে।"

অন্যদিকে, মিসবাহ বাংলাদেশ দলের ব্যাটিং আক্রমণে পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি মনে করিয়ে দেন যে, পূর্বে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারা যখন দলে ছিলেন, তখন বোলিং আক্রমণ এতটা ভালো ছিল না। বর্তমানে মিসবাহর মতে, বাংলাদেশের বোলিং বেশি ভালো হলেও ব্যাটিং দুই-তিনজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে। এই কয়েকজন পারফর্ম করতে পারলে তারা যেকোনো দলকে সমস্যায় ফেলতে পারে।

ব্যাটারদের মধ্যে পারভেজ হোসেন ইমনের অধারাবাহিক পারফরম্যান্সের সমালোচনা করেছেন মিসবাহ। ১৯টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি থাকা সত্ত্বেও ইমনের ব্যাটিং গড় মাত্র ২৩ হওয়াটা তাকে অবাক করেছে। তার মতে, এমন পারফরম্যান্সের পর ব্যাটিং গড় অন্তত ৩০ হওয়া উচিত।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত