ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
জাকসু নির্বাচন: ৮০ সিসি ক্যামেরা ও ১৫০০ পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। এই বহুল প্রতীক্ষিত নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে।
নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৮০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে ক্যাম্পাসে ১৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন থাকবে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানিয়েছেন, প্রায় দুই হাজার পুলিশ সদস্য পোশাকধারী ও সাদা পোশাকে একযোগে কাজ করবেন, পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও তৎপর থাকবে। ক্যাম্পাসের ফটকসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের ১ হাজার ২০০ সদস্য মোতায়েন থাকবে বলে জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
নির্বাচনের দিন বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মীর মশরারফ হোসেন হল গেট ও প্রান্তিক গেট ছাড়া বাকি পাঁচটি গেট বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সব ভাসমান দোকান, টারজান পয়েন্টের দোকানসহ ক্যাম্পাসের ভেতরের ও গেট সংলগ্ন সব দোকান বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে জরুরি বিভাগ (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট) ব্যতীত সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষেধ করা হয়েছে এবং শুধু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকার এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রত্যেক শিক্ষার্থীর স্ব স্ব হলেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হল মিলে মোট ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা (শিক্ষক) এবং ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা (কর্মকর্তা) দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ ওএমআর ব্যালটে অনুষ্ঠিত হবে, যেখানে টিক চিহ্ন (✓) দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। ভোটারদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে ভিডিও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে এবং প্রতিটি হলের ভোট কার্যক্রম বড় স্ক্রিনে মনিটর করা হবে।
এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়ছেন। নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান