ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের সফলতা

২০২৫ সেপ্টেম্বর ১০ ১২:০০:৪৯

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের সফলতা

নিজসস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান বিজয়ী হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে আবু সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ও শামীম হোসেন যথাক্রমে ৩,৩৮৯ ও ৩,৮৮৪ ভোট পেয়েছেন।

জিএস পদে এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট।

এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।

বড় কোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের ব্যানারে না দাঁড়িয়ে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন ৩,৮৮৪ ভোট পেয়ে ছাত্ররাজনীতির মূলধারার বাইরে ভিন্নধর্মী প্রার্থী হিসেবে নজর কাড়েন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলে থাকেন। ভিন্নধর্মী ইশতেহার নিয়ে নির্বাচনী মাঠে আলোচনার সৃষ্টি করেছেন তিনি।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত