ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

“ঢাবির চারপাশে জামায়াত-শিবির!”

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৮:৪৫:০৫

“ঢাবির চারপাশে জামায়াত-শিবির!”

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান করছেন—এমন অভিযোগ তুলেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে তিনি এ অভিযোগ জানান।

রাকিব বলেন, “দুপুর থেকেই আমরা জানতে পারছি, জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণে অবস্থান নিয়েছে। তাদের অবস্থান নিছক কাকতালীয় নয়—এটা হয়তো কোনো নাশকতা, ষড়যন্ত্র কিংবা বিশেষ উদ্দেশ্যের অংশ।”

তিনি আরও বলেন, “এটা তো জামায়াত-শিবিরের ভোট না। অথচ টিএসসিতে ভোট দিতে এসে জামায়াত সংশ্লিষ্ট গুপ্ত সংগঠনের একজন ধরা পড়েছে বলেও জানতে পেরেছি। বাগছাসের সদস্যরাও তাদের কাউকে পাকড়াও করেছেন বলে খবর এসেছে।”

ছাত্রদল সভাপতির অভিযোগ, “দুপুরের পর থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থান করলেও প্রশাসনের তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। এতে নিরাপত্তা ঘাটতির বিষয়টি প্রশ্নবিদ্ধ।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের প্রতিক্রিয়া নিয়ে রাকিব বলেন, “আমি যখন প্রক্টর স্যারকে বিষয়টি জানাই, তিনি পাল্টা জিজ্ঞেস করেন—‘চারপাশে লোকজন আছে নাকি?’ এমন বড় একটা জমায়েতে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন প্রক্টরের এটা না জানা অত্যন্ত হতাশাজনক।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এখানে যদি কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে এর দায় প্রক্টর ও উপাচার্য—দুজনকেই নিতে হবে। আমরা উপাচার্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চাই।”

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

“ঢাবির চারপাশে জামায়াত-শিবির!”

“ঢাবির চারপাশে জামায়াত-শিবির!”

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান করছেন—এমন অভিযোগ তুলেছেন... বিস্তারিত