ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

দীর্ঘদিন পর জয়ের মুখ দেখল বাংলাদেশ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৮:০৯:৫৫

দীর্ঘদিন পর জয়ের মুখ দেখল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃএএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা রক্ষার। কিন্তু সেই নিয়মরক্ষার ম্যাচেও মোরসালিনরা দেখালেন নিজেদের সেরাটা। ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে সিঙ্গাপুরকে।

দ্বিতীয়ার্ধের ৭০ থেকে ৮২ মিনিটের মধ্যে এক দশ মিনিটে বাংলাদেশ তুলে নেয় চারটি দুর্দান্ত গোল।গোলের সূচনা করেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার দূরপাল্লার শট সিঙ্গাপুরের গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হন। এটি ছিল তার বাংলাদেশের জার্সিতে প্রথম গোল।

এরপর দুই মিনিটের ব্যবধানে আল আমিন ব্যবধান বাড়িয়ে দেন। লং পাস রিসিভ করে বক্সে ঢুকে চমৎকার ফিনিশিং করেন তিনি। গোলরক্ষক বক্স ছেড়ে এলেও প্রতিহত করতে পারেননি।

৮ মিনিট পরে আসে তৃতীয় গোল। সিঙ্গাপুর ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে মহসিন আহমেদ কোনাকুনি শটে গোল করেন।

শেষ গোলটি আসে অধিনায়ক শেখ মোরসালিনের পা থেকে। ৮২ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।

ইনজুরি টাইমে একটি গোল শোধ করে সিঙ্গাপুর।

প্রথমার্ধের দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। সিঙ্গাপুর একাধিক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগে ভীতির সঞ্চার করে। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দারুণ কয়েকটি সেভ করে দলকে রক্ষা করেন। বলা যায়, তার কল্যাণেই প্রথমার্ধে গোলশূন্য থাকতে পেরেছে বাংলাদেশ।

ম্যাচে মাঠের বাইরে ছিলেন মূল কোচ সাইফুল বারী টিটু, যিনি হাসপাতালে থাকার পর হোটেলে ফিরলেও ডাগআউটে দায়িত্ব পালন করেন সহকারী কোচ হাসান আল মামুন। শুরুতে ফাহমিদুলকে না খেলালেও দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়েই পরিবর্তন আনেন তিনি। ফাহমিদুল এবং আল আমিনের গতি ও স্কিলে সিঙ্গাপুর রক্ষণ একপ্রকার ভেঙেই পড়ে।

শেষ মুহূর্তে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকেও খেলতে নামান কোচ।

উল্লেখ্য, গত দুই আসরে অনূর্ধ্ব-২৩ দল একটি গোলও করতে পারেনি, জেতা তো দূরে থাক। তাই এবারের এই জয় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস।

বাফুফের উচ্চ প্রত্যাশা ছিল এবার দল মূলপর্বে খেলবে। তাই প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজনও করা হয়েছিল। তবুও প্রথম দুই ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর এই জয় কিছুটা মর্যাদা রক্ষা করল।

প্রসঙ্গত, মাস কয়েক আগে ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সিনিয়র দল সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল। সেই প্রতিশোধটা যেন নিল মোরসালিন-ফাহমিদুলরা।

এই জয় এখন বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে সিনিয়র দলের ম্যাচের আগে একটি বড় প্রেরণা।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি: ভিসি

ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি: ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ... বিস্তারিত