ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি: ভিসি

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৮:১৭:৩৭

ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি: ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল নাগাদ ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি সিনেট ভবনের তিনটি ভোটকেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়টি জানিয়েছেন। উপাচার্য জানান, অধিকাংশ কেন্দ্রে ইতোমধ্যেই ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। এছাড়া, চারটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।

উপাচার্য আরও উল্লেখ করেছেন, কার্জন হলে এক ভোটারকে ভুলবশত দুটি ব্যালট দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে সমাধান করা হয়েছে, তবে পুনঃতদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া টিএসসির কেন্দ্রে এক ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া ব্যালট দেওয়ার ঘটনা ঘটলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ডাকসু নির্বাচন কেবল বিশ্ববিদ্যালয়ের নয়, দেশেরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আশা করি বিজয়ী ও অন্যান্য প্রার্থীরাও ফলাফল মেনে নেবেন এবং স্বীকার করবেন যে নির্বাচনে কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।

এর আগে বিকেল আড়াইটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। তিনি প্রথম আলোর সঙ্গে আলাপে জানিয়েছেন, শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছে। এখনও ভোট দেওয়ার সময় রয়েছে এবং শিক্ষার্থীরাও আসছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পড়বে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি: ভিসি

ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি: ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ... বিস্তারিত