ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার জাপা মহানগর সভাপতি

২০২৫ সেপ্টেম্বর ০৮ ০১:০১:৪৮

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার জাপা মহানগর সভাপতি

ময়মনসিংহে অভিযান চালিয়ে মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মোহাম্মদ আলী রোডে নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডের মামলায় জাহাঙ্গীর আহমেদকে আসামি করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই তিনি এ মামলায় অভিযুক্ত ছিলেন।

ওসি আরও জানান, গত বছরের ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর নিহত হন। ঘটনাটির পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুলিশ একাধিক মামলা রুজু করে।

সেসব মামলার অন্যতম আসামি হিসেবে জাহাঙ্গীর আহমেদের নাম উঠে আসে। অবশেষে রোববার বিকেলে পুলিশ তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ অথবা আগামীকাল আদালতে হাজির করা হবে।

এদিকে জাপা নেতার গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার সহিংস ঘটনাগুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নতুন করে গতি পেয়েছে বলেও মনে করছেন অনেকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত