ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

ভেনিসে সিলভার লায়ন জিতল ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৯:৪৩:১৩

ভেনিসে সিলভার লায়ন জিতল ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’

আন্তর্জাতিক ডেস্ক :গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী কন্যাশিশু হিন্দ রজবের মৃত্যুকে কেন্দ্র করে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ এবার ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছে সিলভার লায়ন, যা উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। হৃদয়বিদারক এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফরাসি-তিউনিসীয় পরিচালক কুসারু বেন হানিয়া।

চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে ২০২৪ সালের ২৯ জানুয়ারির এক মর্মান্তিক ঘটনার ওপর ভিত্তি করে। সেই দিন গাজার রাফাহ শহরে পরিবারের সঙ্গে গাড়িতে আশ্রয় খুঁজতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয় হিন্দ রজব। পরিবারের সবাই ঘটনাস্থলেই মারা যান। হিন্দ রজব রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল। ফোনকলের অডিওতে তার কণ্ঠে ভয়ের আর্তি এবং নিঃসঙ্গতা স্পষ্ট শোনা যায়। সেই করুণ অডিওটি চলচ্চিত্রে সরাসরি ব্যবহার করা হয়েছে।

পরিচালক বেন হানিয়া বলেন, এই চলচ্চিত্র শুধু হিন্দের কাহিনি নয়, বরং এক জাতির উপর পরিচালিত সংঘবদ্ধ সহিংসতার প্রতিচ্ছবি। তিনি বলেন, সিনেমা রজবকে ফিরিয়ে দিতে পারবে না, তবে তার কণ্ঠকে সংরক্ষণ করতে পারবে, বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পারবে তার অসহায়তার প্রতিধ্বনি।

ভেনিস উৎসবে চলচ্চিত্রটি নিয়ে ব্যাপক সাড়া পড়ে যায়। প্রিমিয়ারের পর দর্শক টানা ২৩ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানান। ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ছিল এবারের উৎসবের সবচেয়ে আলোচিত ছবি।

এ বছর উৎসবের প্রথম পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছে মার্কিন নির্মাতা জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। এই ছবিতে অভিনয় করেছেন কেট ব্ল্যানচেট, অ্যাডাম ড্রাইভার ও টম ওয়েটস। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে জারমুশ গাজার চলমান সংকটের তীব্র নিন্দা জানান। তিনি胸ে ঝুলিয়ে রাখেন একটি ব্যাজ, যাতে লেখা ছিল— “Enough” (যথেষ্ট হয়েছে)।

জারমুশ স্বীকার করেন, তার এক পরিবেশক কোম্পানি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে জড়িত, যা নিয়ে তিনি বিব্রত এবং চিন্তিত।এবারের ভেনিস উৎসবে গাজা প্রসঙ্গে সোচ্চার ছিলেন আরও কয়েকজন শিল্পী। সেরা অভিনেতা সেরভিল্লো পুরস্কার গ্রহণের সময় গাজায় অবরোধ ভাঙতে গিয়ে নিহত নৌ-অভিযানের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান।

‘হরাইজনস’ বিভাগে সেরা পরিচালক হয়েছেন ভারতীয় নির্মাতা অন্নপূর্ণা রায়। তার প্রথম চলচ্চিত্র ‘সংস অব ফরগটেন ট্রিস’ পুরস্কৃত হয়েছে। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, প্রতিটি শিশুই শান্তি ও স্বাধীনতার অধিকারী। ফিলিস্তিনও এর ব্যতিক্রম নয়।তিনি আরও বলেন, তার বক্তব্যে যদি তার দেশ ক্ষুব্ধ হয়, তবুও এখন আর সেটি তার কাছে মুখ্য নয়।

চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৮ হাজারের বেশি শিশু। এই প্রেক্ষাপটে ভেনিস ফেস্টিভ্যালে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’-এর বিজয় কেবল একটি পুরস্কার নয়, বরং এক মানবিক প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত