ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

চীনে প্রযুক্তি রপ্তানির লাইসেন্স বাতিল: টিএসএমসির কার্যক্রমে শঙ্কা

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৮:১৬:১০

চীনে প্রযুক্তি রপ্তানির লাইসেন্স বাতিল: টিএসএমসির কার্যক্রমে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের সরকার তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কম্পানির (টিএসএমসি) চীনে উন্নত প্রযুক্তি রপ্তানির অনুমোদন বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির চীনে কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

টিএসএমসি জানিয়েছে, তারা এই পরিস্থিতি মূল্যায়ন করছে এবং মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় আছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, তারা চীনে তাদের কারখানার কার্যক্রম অব্যাহত রাখায় প্রতিশ্রুতিবদ্ধ, যদিও সেখানে মূলত পুরোনো প্রজন্মের চিপ উৎপাদন হয়।

এ পদক্ষেপের ফলে চীনে টিএসএমসির পাশাপাশি দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্সের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে, যাদের ক্ষেত্রেও একই ধরনের অনুমোদন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ফলে মার্কিন পণ্য সরবরাহে জটিলতা বাড়ছে।

মার্কিন সরকার জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ চীনে টিএসএমসির উন্নত প্রযুক্তি রপ্তানির অনুমতি পুরোপুরি বাতিল করা হবে। তবে নতুন করে লাইসেন্স অনুমোদনের সময়সূচি এখনও স্পষ্ট নয়, যা সরবরাহ ব্যবস্থায় ধীরগতির ঝুঁকি তৈরি করছে।

এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার কৌশলের অংশ, যার মাধ্যমে তারা চীনে সেন্সেটিভ প্রযুক্তি প্রবাহ নিয়ন্ত্রণে রাখছে। যদিও শুরুতে কিছু বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিকে এই নিষেধাজ্ঞা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল, এখন তা ধীরে ধীরে প্রত্যাহার করা হচ্ছে।

টিএসএমসি এনভিডিয়া, অ্যাপলসহ বিশ্বখ্যাত অনেক কোম্পানির জন্য চিপ তৈরি করে এবং তাদের ওপর এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত