ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা নিজ দলের ভাঙন ঠেকাতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে সকাল থেকেই এই পদত্যাগের গুঞ্জন দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের ফলে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপান নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
জাপানে জীবনমানের ব্যয় বৃদ্ধি, চাল নীতি সংস্কার, আঞ্চলিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাব নিয়ে ইতোমধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মধ্যেই প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন।
ইশিবা গত বছর দায়িত্ব নেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বে। তবে তার নেতৃত্বাধীন জোট উচ্চ ও নিম্নকক্ষে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারায়। বিশেষ করে জুলাইয়ে উচ্চকক্ষে ঐতিহাসিক পরাজয় এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তার ওপর দলের চাপ ক্রমবর্ধমান হয়।
দলের ডানপন্থি রাজনীতিবিদরা তাকে পদত্যাগ করার জন্য চাপ দেন। এলডিপি, যেটি যুদ্ধপরবর্তী জাপানে দীর্ঘ সময় সরকার পরিচালনা করেছে, তাদের পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেয় যে দলের মধ্যে মূল পরিবর্তন প্রয়োজন। এর পর থেকেই ইশিবার পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।
পদত্যাগের আগে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রয়োগ করতে চেয়েছিলেন, তবে তা শেষ করতে পারেননি। তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত করা চুক্তির আওতায় টোকিওতে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব আসে। এর বিনিময়ে জাপানি অটোমোবাইল শিল্প মার্কিন বাজারে শুল্ক ছাড় পাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস