ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
একাদশে ভর্তি: ফি, সময়সীমা ও কলেজ পরিবর্তনের নিয়ম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে তিন ধাপে আবেদনের ফল প্রকাশিত হওয়ায় নির্বাচিত শিক্ষার্থীরা আজ থেকে নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন। এই কার্যক্রম চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী তাদের পছন্দ নিশ্চিত করেছেন, তারা ওয়েবসাইট থেকে নির্বাচিত কলেজের পিডিএফ কপি ডাউনলোড করে নিয়ে গিয়ে ফি জমা দিলেই ভর্তি সম্পন্ন হবে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হবে।
ভর্তি ফি ও সেশন চার্জ
ভর্তি নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কলেজে ঢাকার ভেতরে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা, অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ফি দিতে হবে। মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় যথাক্রমে ৩ হাজার ও আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।
কলেজ পরিবর্তনের নিয়ম
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে এক কলেজ থেকে অন্য কলেজে স্থানান্তর (টিসি) দেওয়া বা ভর্তি নেওয়া যাবে না। ছাড়পত্রের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজকে ভর্তির ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা