ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

লন্ডনে প্যালেস্টাইন বিক্ষোভে গ্রেপ্তার ৪২৫

২০২৫ সেপ্টেম্বর ০৭ ০৮:৪৯:৫৫

লন্ডনে প্যালেস্টাইন বিক্ষোভে গ্রেপ্তার ৪২৫

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে প্যালেস্টাইন ইস্যুতে আয়োজিত বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সমাবেশে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। লাঠিচার্জে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অনেকে ভিড়ে পড়ে যান।

ডিফেন্ড আওয়ার জুরিস নামের প্রচারণা সংগঠনের ডাকেই এ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। তবে বিক্ষোভ থেকে অন্তত ৪২৫ জনকে আটক করেছে পুলিশ।

সংগঠনটির পক্ষ থেকে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা মানুষকেও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দাবি, পুলিশের আচরণ ছিল নির্মম, অনেককে মাটিতে ফেলে দমন করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায়, ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’—এমন লেখা প্ল্যাকার্ড হাতে অনেক বিক্ষোভকারীকে আটক করা হয়।

এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গালিগালাজ, থুতু নিক্ষেপ, এমনকি ইট-পাটকেল ছোড়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতি সমর্থন দেখানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নজর এখন গণভোটের সিদ্ধান্তে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে... বিস্তারিত