ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
ক্লিন ইমেজের আ.লীগ নেতাদের মনোনয়ন দিতে প্রস্তুত জাপা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (জাপা) ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই এমন আওয়ামী লীগ সমর্থকদের দলীয় মনোনয়ন দিতে প্রস্তুত। এই কথা জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাপার কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তাফিজার রহমান বলেন, “আওয়ামী লীগের সমর্থক হলেও যার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং যাকে আমরা যোগ্য মনে করি, তাকে আমরা মনোনয়ন দিতে বাধা পাই না। আমাদের প্রার্থী সংকট মোকাবিলা করতে এ ধরনের প্রার্থীকে অবশ্যই দলীয় মনোনয়ন দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “৩০০ আসনে আমরা প্রার্থী দেব। যদি জাতীয় পার্টির বর্তমান প্রার্থী চাইতে ভালো এবং ক্লিন ইমেজের কোনো প্রার্থী আসে, যিনি সহিংসতার সঙ্গে যুক্ত নয়, তাহলে কেন তাকে মনোনয়ন দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্যান্য জেলায় যেখানে আওয়ামী লীগের সমর্থন বেশি, সেখানে ক্লিন ইমেজের প্রার্থী যোগ দিলে আমরা তাদের মনোনয়ন দেব।”
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “গণতন্ত্র রক্ষার স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষে আছেন এবং কোনো ধরনের মব ভায়োলেন্সে জড়িত নন, তাদের বাঁচানোর জন্য বিএনপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন। না হলে বিএনপি একা থাকবে। নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশ না নেয়, তাহলে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি, গণধিকার পরিষদসহ অন্যান্য দলগুলো অংশ নিতে চায়। এই অবস্থায় যদি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশ না নিলে বিএনপি একা হয়ে যাবে। একক নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।”
তিনি আরও সতর্ক করে বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে গেলে বিএনপি এগিয়ে থাকবে। স্বাধীনতাবিরোধী শক্তিরা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন না করেই নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী এ ধরনের অজুহাত তৈরি করছে। এই পরিস্থিতিতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে জাপার মহাসচিব এমন মন্তব্য করতে পারেন।”
এ সময় জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো