ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
হাসপাতাল থেকে লাইভে যা বললেন জিএস প্রার্থী মেঘমল্লার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিরোধ পরিষদের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এবং ঢাবি ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু মন্তব্য করেছেন যে, সবাই ভোট দিলে প্রতিক্রিয়াশীল শক্তির ক্ষমতা থাকবে না।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এই মন্তব্য করেন। মেঘমল্লার বসু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেঘমল্লার বসু লাইভে জানান, "আগামী ৭ বা ৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে ফিরবো। ৯ সেপ্টেম্বর সারাদিন আপনাদের সঙ্গে থাকবো। ডাকসুতে সবাই ভোট দিতে এলে প্রতিক্রিয়াশীল শক্তির ক্ষমতা থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থী ভোট দিলে প্রতিক্রিয়াশীলরা লাভবান হতে পারবে না।"
লাইভের শুরুতে তিনি তার শারীরিক অবস্থার কথা জানান। মেঘমল্লার বসু বলেন, "গত ২ সেপ্টেম্বর আমার অপারেশন হয়েছে। একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছি। অ্যাপেন্ডিক্সটা খুব গুরুত্বপূর্ণ না। কিন্তু আমার সার্জারিটা একটু জটিল। পেট কেটে করতে হয়েছে। আমার অনুপস্থিতির কারণে প্যানেলে, সমর্থক, শুভানুধ্যায়ীদের কাছে ক্ষমা চাচ্ছি। যেভাবে কাজ করার দরকার ছিল, অসুস্থতার কারণে পারিনি। বন্ধু, শত্রু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমার খোঁজ-খবর নিয়েছেন।"
তিনি আরও বলেন, "প্রচুর মানুষ আমাদের ওপর ভরসা রেখেছেন, বিশেষ করে যারা আমাদের মধ্যে প্রগতিশীলতার বার্তা দেখতে পেয়েছেন। যত ভোটই পাই, শেষ পর্যন্ত লড়াই করবো। সবার মাঝে যেহেতু পৌঁছাতে পারিনি, তাই এটা আমার জন্য একটি বেদনার স্মৃতি হয়ে থাকবে। ঢাকা শহরে বড় হয়েছি, কিন্তু হলে থাকতে পারিনি। আমরা যারা জনমানুষের জন্য লড়াই করছি, তাদের জন্য প্রতিকূলতা থাকবেই।"
মেঘমল্লার বসু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা আমাকে যদি যোগ্য মনে করেন, ভোট দিয়েন। আপনাদের কাছে পৌঁছাতে পারিনি বলে আমাকে ভোট থেকে বঞ্চিত করবেন না। আমি জিতি বা না জিতি, আমার পাওয়া প্রতিটি ভোট, আমার জন্য ম্যান্ডেটের মতো কাজ করবে। সে ভোটের ভিত্তিতে, আমার কথা কতখানি কতটুকুন গুরুত্ব দিয়ে নেওয়া হয়, তা অনেকখানি নির্ভর করবে। এখন পর্যন্ত প্রচন্ড রকম শারীরিক যন্ত্রণায় আছি। জগন্নাথ হলের প্রতি বিশেষ করে কৃতজ্ঞতা। দল-মতের ওপরে উঠে তারা কাজ করছে।"
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে রাজধানীর পান্থপথের হেল্প অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন মেঘমল্লার বসু। পরদিন ২ সেপ্টেম্বর রাতে তার অপারেশন করা হয়। বর্তমানে তিনি সুস্থ হলেও কিছু জটিলতার কারণে আরও দু-একদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তাকে অপারেশনের পর হাসপাতালে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, তার প্রতিদ্বন্দ্বী জিএস প্রার্থী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামিম এবং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস