ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
কাদেরের পাশে দাড়ালেন ছাত্রদল সভাপতি রাকিব

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। পোস্টে তিনি অভিযোগ করেছেন, রাজাকার নিয়ে কথা বলার কারণে তাকে নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে, এমনকি তার বাড়িতে গিয়ে মাকেও কটূক্তি করা হয়েছে। আতঙ্কগ্রস্ত কাদের লিখেছেন, “ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।”
কাদেরের এই আবেগঘন স্ট্যাটাস ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রকাশ্যে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশা আল্লাহ।’
তিনি আরও উল্লেখ করেন, আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী ও তাদের সমর্থকরা শুধু নারী নেতৃত্ব নয়, ভিন্ন মতাদর্শের ছাত্রদেরও আক্রমণ করছে ধারাবাহিকভাবে। এসব অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
আবদুল কাদেরের অভিযোগ, তিনি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এতটুকু দয়া অন্তত আমাকে দেখান, বেঁচে থাকার সুযোগ দিন।”
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে ৯ দফা ঘোষণা করে আলোচনায় আসেন আবদুল কাদের। গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় সাত সমন্বয়ককে যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি গণমাধ্যমে পাঠাতেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তিনি। কাদের বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ সেশনের আবাসিক শিক্ষার্থী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার