ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
কাদেরের পাশে দাড়ালেন ছাত্রদল সভাপতি রাকিব
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। পোস্টে তিনি অভিযোগ করেছেন, রাজাকার নিয়ে কথা বলার কারণে তাকে নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে, এমনকি তার বাড়িতে গিয়ে মাকেও কটূক্তি করা হয়েছে। আতঙ্কগ্রস্ত কাদের লিখেছেন, “ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।”
কাদেরের এই আবেগঘন স্ট্যাটাস ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রকাশ্যে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশা আল্লাহ।’
তিনি আরও উল্লেখ করেন, আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী ও তাদের সমর্থকরা শুধু নারী নেতৃত্ব নয়, ভিন্ন মতাদর্শের ছাত্রদেরও আক্রমণ করছে ধারাবাহিকভাবে। এসব অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
আবদুল কাদেরের অভিযোগ, তিনি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এতটুকু দয়া অন্তত আমাকে দেখান, বেঁচে থাকার সুযোগ দিন।”
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে ৯ দফা ঘোষণা করে আলোচনায় আসেন আবদুল কাদের। গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় সাত সমন্বয়ককে যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি গণমাধ্যমে পাঠাতেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তিনি। কাদের বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ সেশনের আবাসিক শিক্ষার্থী।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি