ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
থাইল্যান্ড ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী
                                    আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদীয় ভোটের একদিন এবং আদালতের তার বিরুদ্ধে একটি মামলার রায়ের পাঁচ দিন আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি দেশত্যাগ করেন। ওই রায়ে তাঁর কারাদণ্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৫ বছর ধরে স্বেচ্ছানির্বাসনে থাকা এই ধনকুবেরের দেশত্যাগ এমন এক সময়ে ঘটল যখন তাঁর প্রতিষ্ঠিত ক্ষমতাসীন ফিউ থাই দলের জোট সরকার অস্থিরতার মধ্যে রয়েছে। শুক্রবারের হাউস ভোটের আগে দলটি প্রতিদ্বন্দ্বী দলের কাছ থেকে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্ট থাকসিনের সঙ্গে সম্পর্কিত একটি মামলার রায় দেবে, যেখানে তাঁকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে। ২০২৩ সালে থাইল্যান্ডে ফিরে আসার পর চিকিৎসার কারণে হাসপাতালে থাকার সুবাদে তিনি তাঁর পুরো আটকাদেশ এড়িয়ে গিয়েছিলেন।
থাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, থাকসিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে একটি ব্যক্তিগত বিমানে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দর থেকে যাত্রা করেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তাঁর দেশত্যাগে কোনো আদালতের নিষেধাজ্ঞা ছিল না।
অনলাইন ফ্লাইট ট্র্যাকারদের মতে, থাকসিনের বিমান, যার নম্বর T7GTS, প্রথমে সিঙ্গাপুরের দিকে উড়তে দেখা গিয়েছিল, কিন্তু তারপর মালয়েশিয়ার ওপর দিয়ে ভ্রমণ করে এবং আরও পশ্চিমে আন্দামান সাগরের দিকে যাত্রা করে।
এদিকে, থাকসিনের আইনজীবী উইনিয়াত চ্যাটমন্ট্রি রয়টার্সকে বলেছেন যে তিনি থাকসিনের দেশত্যাগের বিষয়ে অবগত নন। তবে তিনি বলেছেন যে থাকসিনকে দেশত্যাগ করতে নিষেধ করার কোনো আদালতের নির্দেশনা নেই।
অন্যদিকে, ফিউ থাই পার্টির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, থাকসিন মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে গেছেন এবং শুক্রবার থাইল্যান্ডে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে জুলাই মাসের শুরুতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রাকে। এরপর দেশটির সাংবিধানিক আদালতও পেতংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পক্ষে রায় দেয়। মাত্র এক বছর ক্ষমতায় থাকা পেতংতার্ন ছিলেন কোটিপতি সিনাওয়াত্রা পরিবারের ষষ্ঠ প্রধানমন্ত্রী বা তাদের সমর্থিত সদস্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)