ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
গুগলকে ৪ হাজার ৯০০ কোটি টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন আদালত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গের দায়ে গুগলের ওপর বড় ক্ষতিপূরণ ধার্য করেছে। ফেডারেল কোর্টের রায়ে গুগলকে প্রায় ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) পরিশোধ করতে বলা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছিল, গুগল গত আট বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি ব্যবহারকারীর মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করেছে, এমনকি ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে ট্র্যাকিং ফিচার বন্ধ করলেও। বাদীপক্ষের দাবি, এই কার্যক্রম গুগলের নিজস্ব ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নীতিমালা লঙ্ঘন করেছে এবং সরাসরি ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গ করেছে।
বিচারকরা তিনটি অভিযোগের মধ্যে দুটি মামলায় গুগলকে দায়ী করেছেন, তবে আদালত বলেছে, গুগলের কোনো ‘ইচ্ছাকৃত বিদ্বেষ’ লক্ষ্য করা যায়নি। তাই কোনো শাস্তিমূলক জরিমানা আরোপ করা হয়নি। প্রাথমিকভাবে বাদীপক্ষ ৩১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিল।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা রায় ঘোষণার পর জানিয়েছেন, কোম্পানি আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, “আমাদের পণ্যের কার্যপ্রণালি যথাযথভাবে বোঝা হয়নি। ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের ক্ষমতা আমরা দেই এবং তারা যখন পার্সোনালাইজেশন বন্ধ করে, আমরা তা সম্মান করি।”
কোম্পানি আরও জানিয়েছে, সংগৃহীত তথ্য ব্যক্তিগত নয়, তা ছদ্মনাম ব্যবহার করে আলাদাভাবে সংরক্ষিত ও এনক্রিপ্ট করা ছিল, ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট বা পরিচয়ের সঙ্গে সরাসরি যুক্ত নয়।
মামলাটি ২০২০ সালের জুলাই মাসে দায়ের করা হয়েছিল এবং পরে এটি ৯৮ মিলিয়ন ব্যবহারকারী ও ১৭৪ মিলিয়ন ডিভাইসকে অন্তর্ভুক্ত করে ক্লাস-অ্যাকশন হিসেবে অনুমোদিত হয়। অভিযোগে বলা হয়েছে, গুগল উবার, ভেনমো ও মেটার ইনস্টাগ্রামের মতো অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছিল।
বাদীপক্ষের আইনজীবী ডেভিড বোইস রায় প্রকাশের পর বলেন, “আমরা রায়ে অত্যন্ত সন্তুষ্ট। এটি প্রমাণ করেছে, গুগল ব্যবহারকারীর আস্থার সঙ্গে প্রতারণা করেছে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি