ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
গুগলকে ৪ হাজার ৯০০ কোটি টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন আদালত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গের দায়ে গুগলের ওপর বড় ক্ষতিপূরণ ধার্য করেছে। ফেডারেল কোর্টের রায়ে গুগলকে প্রায় ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) পরিশোধ করতে বলা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছিল, গুগল গত আট বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি ব্যবহারকারীর মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করেছে, এমনকি ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে ট্র্যাকিং ফিচার বন্ধ করলেও। বাদীপক্ষের দাবি, এই কার্যক্রম গুগলের নিজস্ব ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নীতিমালা লঙ্ঘন করেছে এবং সরাসরি ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গ করেছে।
বিচারকরা তিনটি অভিযোগের মধ্যে দুটি মামলায় গুগলকে দায়ী করেছেন, তবে আদালত বলেছে, গুগলের কোনো ‘ইচ্ছাকৃত বিদ্বেষ’ লক্ষ্য করা যায়নি। তাই কোনো শাস্তিমূলক জরিমানা আরোপ করা হয়নি। প্রাথমিকভাবে বাদীপক্ষ ৩১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিল।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা রায় ঘোষণার পর জানিয়েছেন, কোম্পানি আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, “আমাদের পণ্যের কার্যপ্রণালি যথাযথভাবে বোঝা হয়নি। ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের ক্ষমতা আমরা দেই এবং তারা যখন পার্সোনালাইজেশন বন্ধ করে, আমরা তা সম্মান করি।”
কোম্পানি আরও জানিয়েছে, সংগৃহীত তথ্য ব্যক্তিগত নয়, তা ছদ্মনাম ব্যবহার করে আলাদাভাবে সংরক্ষিত ও এনক্রিপ্ট করা ছিল, ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট বা পরিচয়ের সঙ্গে সরাসরি যুক্ত নয়।
মামলাটি ২০২০ সালের জুলাই মাসে দায়ের করা হয়েছিল এবং পরে এটি ৯৮ মিলিয়ন ব্যবহারকারী ও ১৭৪ মিলিয়ন ডিভাইসকে অন্তর্ভুক্ত করে ক্লাস-অ্যাকশন হিসেবে অনুমোদিত হয়। অভিযোগে বলা হয়েছে, গুগল উবার, ভেনমো ও মেটার ইনস্টাগ্রামের মতো অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছিল।
বাদীপক্ষের আইনজীবী ডেভিড বোইস রায় প্রকাশের পর বলেন, “আমরা রায়ে অত্যন্ত সন্তুষ্ট। এটি প্রমাণ করেছে, গুগল ব্যবহারকারীর আস্থার সঙ্গে প্রতারণা করেছে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র