ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহেশখালীতে

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৬:৫২:১৩

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহেশখালীতে

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। বর্তমানে তিনি একদিনের সফরে কক্সবাজারে রয়েছেন। কক্সবাজারে তার সঙ্গে আরও ২ জন এ কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া রয়েছেন। এই দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি এবং তার সঙ্গে থাকা দুই সদস্যের প্রতিনিধি দল বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে সেখান থেকে স্পিডবোটে মহেশখালী যান।

মহেশখালী পৌঁছে তারা কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর পিটার হাসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পিটার হাস সেখানে হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে হোপ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বড় মহেশখালীতে অন্যান্য কর্মসূচিতে যোগ দেন। যদিও এসব কর্মসূচির বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকালে প্রতিনিধি দলের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, পিটার হাস বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালে নানা বিষয়ে আলোচনায় ছিলেন। তিনি গত বছরের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসর নেন এবং মাত্র তিন দিন পর ১ অক্টোবর যোগ দেন যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জিতে। কোম্পানিটি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে এবং বাংলাদেশের জ্বালানি খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে তাদের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

টাকার বিনিময়ে আজকের বৈদেশিক মুদ্রার রেট

টাকার বিনিময়ে আজকের বৈদেশিক মুদ্রার রেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়ছে। ব্যবসায়, আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক বিনিয়োগের কার্যক্রম... বিস্তারিত