ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিজয় নিশ্চিত:  রিজভী

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৩:৫৯:২৫

ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিজয় নিশ্চিত:  রিজভী

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যদি অবাধ ও সুষ্ঠু ভোট হয়, তাহলে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র‌্যালিতে তিনি বলেন, ছাত্রদল হচ্ছে আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল। ঢাবির শিক্ষার্থীরা যদি স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে তারা নিশ্চিতভাবে ছাত্রদলের পক্ষে ভোট দেবেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, ছাত্রদলই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঠিক পথপ্রদর্শক এবং সুতরাং তাদের বিজয় অবধারিত।নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও অবাধ ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বিএনপি নেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির ভবিষ্যত নির্ধারণে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ