ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
দেশি-বিদেশি কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধ্যবাধকতা আরোপের উদ্যোগ

হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার

নিজস্ব প্রতিবেক: দেশের শেয়ারবাজারে আরও গতিশীলতা আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি বড় পদক্ষেপ নিচ্ছে। স্থানীয় ও বিদেশি বৃহৎ কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার জন্য আইনি বাধ্যবাধকতা তৈরির উদ্যোগ গ্রহণক করছে সংস্থাটি। জনস্বার্থ সংস্থাগুলোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করার জন্য বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭১তম কমিশন সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসি জানিয়েছে, গত ১১ মে প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠকে দেশি-বিদেশি বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার আলোকেই জনস্বার্থ সংস্থাগুলোকে শেয়ারবাজারে আনার জন্য একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের মূল কারণ হলো, যদি আইন করে বাধ্য না করা হয়, তাহলে কোম্পানিগুলো সহজে শেয়ারবাজারে আসতে আগ্রহী হবে না। বিশ্বের অনেক দেশেই আইনি বাধ্যবাধকতার মাধ্যমে কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা হয়। বিএসইসি এখন সেই পথেই হাঁটছে।
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন (এফআরএ) অনুসারে, জনস্বার্থ সংস্থা বলতে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে বোঝানো হয়। এর মধ্যে রয়েছে: ব্যাংক, বীমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বিএসইসি-তে প্রতিবেদন জমা দেওয়া প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এবং যেসব সংস্থার বার্ষিক রাজস্ব, মোট সম্পদ বা মোট দায় একটি নির্দিষ্ট সীমার বেশি।
এফআরসি ইতিমধ্যেই এসব সংস্থার জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করেছে। যেমন, বার্ষিক রাজস্ব ৫০ কোটি টাকা, মোট সম্পদ ৩০ কোটি টাকা, এবং মোট দায় ১০ কোটি টাকার মধ্যে যেকোনো দুটি শর্ত পূরণ করলেই সেই প্রতিষ্ঠানকে জনস্বার্থ সংস্থা হিসেবে ধরা হবে। এছাড়াও, যেকোনো সরকারি মালিকানাধীন কোম্পানি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানও এই তালিকার অন্তর্ভুক্ত হবে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার