ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

নাগরিক সেবায় দালাল নিষিদ্ধ: ডিএনসিসি

২০২৫ সেপ্টেম্বর ০২ ১১:৫৯:৪৭

নাগরিক সেবায় দালাল নিষিদ্ধ: ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নাগরিকদের সতর্ক করতে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে নাগরিক সেবা গ্রহণে দালাল বা ব্যক্তিগত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, জনবল নিয়োগ, দোকান বরাদ্দ ও টেন্ডারসহ ডিএনসিসির সব সেবা নির্ধারিত নিয়মে প্রদান করা হয়। এসব প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা-কর্মচারী বা দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএনসিসি আরও জানিয়েছে, সেবা গ্রহণের জন্য কেউ আর্থিক লেনদেনে জড়ালে উভয় পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কেউ যদি সেবা প্রদানের বিনিময়ে অর্থ দাবি করে, তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করার আহ্বান জানানো হয়েছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ