ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
রেকর্ড ভাঙা প্রাইজমানি নিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপ
                                    স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি গতবারের তুলনায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে পুরুষ বিশ্বকাপের প্রাইজমানিকেও ছাড়িয়ে গেছে। আর মাত্র এক মাস বাকি থাকতে সোমবার এই ঘোষণা করা হয়েছে, যা নারী ক্রিকেটের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করল।
এবারের নারী বিশ্বকাপে সর্বমোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৯ কোটি টাকা। এর বিপরীতে, গতবারের পুরুষদের একদিনের বিশ্বকাপে মোট পুরস্কার দেওয়া হয়েছিল ১ কোটি ডলার, যা প্রায় ১২২ কোটি টাকা ছিল। এই বিশাল বৃদ্ধি নারী ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গুরুত্বকে তুলে ধরে।
গতবার নারীদের একদিনের বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল ৪৩ কোটি টাকা, যা এবার প্রায় চার গুণের কাছাকাছি বেড়েছে। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল একাই পাবে ৫৪ কোটি ৪৫ লক্ষ টাকা, যা গতবারের চ্যাম্পিয়ন দলের প্রাপ্ত অর্থের চেয়ে ২৩৯ শতাংশ বেশি। যেখানে ২০২৩ সালের পুরুষ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া পেয়েছিল প্রায় ৩৫ কোটি টাকা। পুরুষদের বিশ্বকাপে রানার-আপ ভারত পেয়েছিল প্রায় ১৭ কোটি ৬৫ লক্ষ টাকা, সেখানে এবারের নারী বিশ্বকাপে পরাজিত দল পাবে ২৭ কোটি ২২ লক্ষ টাকা, যা গতবারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি।
সেমিফাইনালে ওঠা চারটি দল প্রত্যেকে ১৩ কোটি ৬১ লক্ষ টাকা করে পাবে, যা গতবারের তুলনায় ২৭২ শতাংশ বেশি। তুলনামূলকভাবে, গতবার পুরুষদের বিশ্বকাপে এই অঙ্ক ছিল ১০ কোটি টাকার কিছু বেশি।
গ্রুপ পর্বে প্রতিটি দল পাবে ৪২ লক্ষ টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলো ৬ কোটি ১৮ লক্ষ টাকা করে পাবে, আর সপ্তম ও অষ্টম স্থানে শেষ করা দলগুলো পাবে ২ কোটি ৪৭ লক্ষ টাকা করে। পুরুষদের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো পেয়েছিল ৫ কোটি ২৯ লক্ষ টাকা করে।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এবারের নারী বিশ্বকাপ শুরু হবে। ভারত আয়োজক দেশ হলেও পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। রাউন্ড রবিন ফরম্যাটে আটটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে, যেখানে প্রতিটি দলকে গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলতে হবে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে এবং ২ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ