ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
চবিতে ফের স্থানীয়দের হামলা, প্রক্টরসহ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন, রেজিস্ট্রার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা কথা শুনতে অগ্রাহ্য করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে প্রশাসন ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা লাঠি, ইট ও পাটকেল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
হামলায় প্রো-ভিসি অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী উদ্ধার করে। আহত শিক্ষার্থীদের মধ্যে অনেককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, স্থানীয়রা ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে।
এর আগে শুক্রবার সংঘর্ষের ঘটনায় রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে প্রধান ফটক বন্ধ রেখে জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং হামলার দায়ীদের বিচারের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে উপস্থিত হন। সংঘর্ষের পেছনে একজন নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান মারধরের ঘটনা জড়িত ছিল।
চবি প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন, যদিও ক্লাস চলবে। শিক্ষার্থীদের সুবিধার্থে শাটল ট্রেনও নিয়মিত চলবে। শনিবার রাত থেকে ভোর পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেলে (চমেক) ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুই শিক্ষকও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি