ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
ক্যানসার নিরাময়ে যুগান্তকারী আবিষ্কার: আশার আলো দেখছেন বিজ্ঞানীরা
.jpg)
স্তন-ত্বক ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধের উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা, যা এই মারাত্মক রোগের চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। নতুন এই ‘ইমিউনোথেরাপি’ ওষুধটি প্রচলিত কেমোথেরাপি এবং রেডিয়েশনের চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে। এটি শুধু রোগের বিস্তারই রোধ করবে না, বরং এর পার্শ্বপ্রতিক্রিয়াও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলে দাবি করছেন গবেষকরা।
আমেরিকার রকফেলার ইউনিভার্সিটির গবেষকদের তৈরি এই নতুন ওষুধটির নাম ‘সিডি৪০ ২১৪১-ভি১১’। এটি একটি বিশেষ ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি, যা সরাসরি টিউমারের ওপর ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করা যায়। গবেষকদের দাবি, নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করলে এটি ক্যানসার সৃষ্টিকারী টিউমার কোষগুলোকে ধ্বংস করতে সক্ষম।
প্রাথমিকভাবে ১২ জন ক্যানসার রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজনের ক্যানসার সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে, আর ৬ জনের টিউমার কোষের বৃদ্ধি বন্ধ হয়েছে। এই সফলতার পর গবেষকরা স্তন, ত্বক (মেলানোমা), প্রস্টেট এবং ব্লাডার ক্যানসারের চিকিৎসায় এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী।
এই যুগান্তকারী গবেষণাটি ‘ক্যানসার সেল’ নামক একটি মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষক হুয়ান ওসোরিও জানান, সিডি৪০ ওষুধটি নিয়ে বেশ কয়েক বছর ধরে গবেষণা চললেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছিল না। এরপর এটির ফর্মুলায় পরিবর্তন এনে ২১৪১-ভি১১ নামক আরও উন্নত রূপ তৈরি করা হয়, যা এখন আশাব্যঞ্জক ফলাফল দেখাচ্ছে।
এই ইমিউনোথেরাপি পদ্ধতিতে রোগীর শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে ক্যানসার কোষের বিরুদ্ধে ব্যবহার করা হয়। এর ফলে প্রতিরোধী কোষগুলো পুনরায় সক্রিয় হয়ে লড়াই করতে পারে এবং ক্যানসার কোষগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়। এটি কেমোথেরাপির মতো সুস্থ কোষের ক্ষতি করে না, ফলে রোগীর শারীরিক যন্ত্রণা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাসও অনেকাংশে কমে যায়। বর্তমানে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পরেই এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা