ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
পাসপোর্ট ছাড়াই দেশে ফিরলেন সর্বজয়া
অভিনেত্রী জিনাত সানু স্বাগতা ও ব্রিটিশ নাগরিক হাসান আজাদের কন্যা মারিয়াম সর্বজয়া শানু আজাদ। দুই মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জন্ম হয় তার। সম্প্রতি মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে ফিরেছেন। প্রশ্ন উঠেছে—পাসপোর্ট ছাড়াই কীভাবে দেশে প্রবেশ করলো সর্বজয়া?
২০২৪ সালের জানুয়ারিতে স্বাগতা ও হাসান আজাদ বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় একটি পুনর্মিলনী। সেখানেই স্বজনদের জানানো হয় স্বাগতা মা হতে যাচ্ছেন। পরবর্তীতে নিরাপদ মাতৃত্বের জন্য তিনি ব্যাংককে যান এবং সেখানেই জন্ম নেয় সর্বজয়া। জন্মের খবরটি সেসময় স্বাগতা নিজেই জানিয়েছিলেন।
দেশে ফেরার পর তিনি জানান, “আগে নিজের মতো করে সময় কাটাতাম। এখন দায়িত্ব বেড়েছে। সর্বজয়াকে সময় দিতে হয়। পাশাপাশি গানের স্কুলে নিয়মিত ক্লাস চলছে, ব্যবসায়িক কাজেও সময় দিতে হচ্ছে।”
পাসপোর্ট ছাড়া দেশে ফেরা নিয়ে প্রশ্নে স্বাগতা বলেন, “নবজাতক শিশুর পাসপোর্ট প্রয়োজন হয় না। সর্বজয়াকে ট্রাভেল পাসের মাধ্যমে এনেছি। মা-বাবার কারণে সে দুই দেশেরই নাগরিক হবে।”
দেশে ফিরেই আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন স্বাগতা। সম্প্রতি একটি দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, “সাধারণত সন্তান জন্মের পর অন্তত ছয় মাস কেউ কাজ করে না। আমিও করতে চাইনি। তবে প্রতিষ্ঠানটির অনুরোধে শুটিং করেছি। শুটিংয়ের সময় সর্বজয়া কাছে ছিল না তবে অন্য সময় সবসময়ই সঙ্গে থাকে।”
শিশুশিল্পী হিসেবে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা। পরে ২০০৫ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ছোটপর্দায় আসেন। ২০০৭ সালে মান্নার বিপরীতে ‘শত্রু শত্রু খেলা’ সিনেমায় তার চলচ্চিত্রে অভিষেক হয়। এ ছাড়া তিনি ‘মহাকাল’ ব্যান্ডের সদস্য। সর্বশেষ তাকে দেখা গেছে ‘দেয়ালের দেশ’ সিনেমায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম