ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
ডেঙ্গুর মতোই দ্রুত বাড়ছে চিকুনগুনিয়া
ডেঙ্গুর মতোই মশাবাহিত একটি ভয়াবহ রোগ চিকুনগুনিয়া বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ানো এই রোগে জ্বর ও ভয়াবহ গিঁটে ব্যথা অন্যতম প্রধান উপসর্গ। ব্যথা এমন মাত্রার হতে পারে যে রোগী দীর্ঘদিন পর্যন্ত পঙ্গু অবস্থায় থাকতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঢাকাসহ চট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ সবচেয়ে বেশি।
চিকুনগুনিয়া ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা না থাকায় রোগীকে জ্বর ও ব্যথা উপশমের জন্য চিকিৎসা দেওয়া হয়। এটি সাধারণত প্রাণঘাতী নয়, তবে রোগীর রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে সমস্যার মাত্রা বৃদ্ধি পেতে পারে। এডিস মশা, যা ডেঙ্গু ও জিকা ভাইরাসও বহন করে, প্রধান বাহক।
বর্ষাকালে নিয়মিত বৃষ্টি ও জলাবদ্ধতা মশার বংশবিস্তার বাড়িয়ে রোগ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। ঢাকায় ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে ১৫৩টি নমুনায় চিকুনগুনিয়া ধরা পড়েছে, আর চট্টগ্রামে জুন-জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ৬৬৯ জন।
বিশেষজ্ঞরা বলছেন, চিকুনগুনিয়ার তীব্র লক্ষণগুলো হচ্ছে উচ্চ জ্বর, বমি ভাব, মুখে রুচি না থাকা এবং গিঁটে গিঁটে ভয়াবহ ব্যথা। রোগীর একাংশকে ‘ল্যাংড়া জ্বর’ও বলা হয়। জ্বর কমলেও গিঁটে ব্যথা এক থেকে কয়েক মাস পর্যন্ত থাকতে পারে।
বয়স্ক, হৃদরোগ, কিডনি, স্ট্রোক, ক্যানসার রোগী এবং গর্ভবতী নারীদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া নেওয়া ঠিক নয়। পর্যাপ্ত পানি পান, শরবত, হালকা ম্যাসাজ ও ফিজিওথেরাপি ব্যথা কমাতে সাহায্য করে।
সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের পরামর্শ অনুযায়ী, জ্বর তিন দিনের মধ্যে কমলে আশার কথা, কম না হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, চিকুনগুনিয়া দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এটি একটি বড় স্বাস্থ্য সংকট রূপ নিতে পারে। তারা মহামারির মতো পরিস্থিতি ফের আসার আশঙ্কাও প্রকাশ করেছে।
প্রতিরোধের জন্য মশার কামড় এড়িয়ে চলা জরুরি। মশারি ব্যবহার, লম্বা হাতা জামা-প্যান্ট পরা, মশারোধী স্প্রে ব্যবহার এবং বাড়ির আশপাশে জল জমতে না দেওয়ার প্রতি সতর্ক থাকতে হবে।চিকুনগুনিয়ার ভয়াবহ গিঁটে ব্যথা কমাতে গরম পানির ব্যাগ দিয়ে সেঁক দেওয়া যেতে পারে। রোগমুক্তির পর দীর্ঘস্থায়ী ব্যথা থাকলে হালকা স্ট্রেচিং ও ফিজিওথেরাপি করানো উচিত।
সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক করে বলেছেন, ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকা চিকুনগুনিয়ার সংক্রমণ রোধে সচেতনতা জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি