ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৯২৮

২০২৫ অক্টোবর ৩০ ১৭:১৯:২৭

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৯২৮

নিজস্ব প্রতিবেদক :দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৪৫ জন, ঢাকা বিভাগের অন্য এলাকায় ১৯৪ জন, বরিশালে ১২০ জন, চট্টগ্রামে ৮৮ জন, খুলনায় ৪৬ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৬৩ জন, রংপুরে ১৩ জন এবং সিলেটে ৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে সারাদেশে ৬৯ হাজার ৩৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত