ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

মৃত্যুশূন্য দিনে হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ৪৭০

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ আগস্ট ২৬ ১৮:১৭:৩৭
মৃত্যুশূন্য দিনে হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ৪৭০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১১৮ জনে অপরিবর্তিত থাকল।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের ২৬ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৩৪ জন এবং মারা গেছেন ৩৫ জন। বছরজুড়ে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৪ জনে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৭৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৯৩৮ জন ভর্তি আছেন।

বছরের শুরু থেকে ডেঙ্গুর প্রকোপ পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে'তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে সর্বোচ্চ ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাসভিত্তিক মৃতের সংখ্যার হিসাবে, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে'তে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত