ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

লেনদেনে নতুন রেকর্ডের পথে শেয়ারবাজার!

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ২৫ ১১:২৮:৩৫
লেনদেনে নতুন রেকর্ডের পথে শেয়ারবাজার!

গতকাল (২৪ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছিল। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।গতকাল ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের ৪৩৩ কোটি ৪৮ লাখ বেশি। সেই ধারা অব্যহত থাকলে আজ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ডিএসইর সর্বশেষ বাজার পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী ১১ টা ২০ মিনিটে ডিএসইর সূচক ৪০.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৮.৪৭ পয়েন্টে। একই সময় পর্যন্ত টাকার অংকে লেনদেন হয়েছে ৪২২ কোটি ১৪ লাখ টাকার বেশি।

আলোচ্য সময়ে লেনদেনে অংশ নেয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৪৩টি, কমেছে ১০৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত