ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

একই আসনে দুই ভাই: বিএনপি বনাম জামায়াতের লড়াই

২০২৫ নভেম্বর ০৪ ১৪:৩৮:৫২

একই আসনে দুই ভাই: বিএনপি বনাম জামায়াতের লড়াই

নিজস্ব প্রতিবেদক :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসন এক বিরল রাজনৈতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। এক পরিবারের দুই ভাই এখানে প্রধান দুটি দলের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে, যিনি এই আসনের জন্য দলীয় মনোনয়ন চূড়ান্ত করার প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। এর আগে জামায়াত ইসলামী এই আসনে ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাককে মনোনয়ন দিয়েছে। দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এই ঘটনা স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। চিলমারীর বাসিন্দা আজগার আলী নামের এক প্রবীণ রাজনীতিক মন্তব্য করেছেন, ‘এই অঞ্চলের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। ভাইয়ের বিপরীতে ভাই—এটি নির্বাচনী মাঠে এক নতুন মাত্রা যোগ করেছে। জনমনে প্রশ্ন, কে এগিয়ে থাকবেন।’

কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৪১২। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ৭১১, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৬৯২ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৯ জন। এই ভোটারদের মন জয় করতে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুড়িগ্রাম-৪ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। বিএনপি ও জামায়াত উভয় দলেরই এটি শক্ত ঘাঁটি। আজিজুর রহমান রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির।

জামায়াত মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমার বড় ভাই বিএনপির সম্ভাব্য প্রার্থী হয়েছেন। তবে এতে নির্বাচনে আমার ক্ষমতা বা জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়বে না। জামায়াতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে। দুই ভাই প্রার্থী হলেও আমি সাফল্য অর্জন করতে সক্ষম হবো।’

বিএনপি নেতা আজিজুর রহমান বলেন, ‘আমার ছোট ভাই একসময় বিএনপিতে ছিল। তার রাজনীতিতে প্রতিষ্ঠা আমার কারণেই সম্ভব হয়েছে। পরে সে জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে ওই দলের প্রার্থী হয়েছে। আমি প্রার্থী হলে সে এককভাবে সুযোগ নিতে পারত না। জনগণ আমাকে চায়, তাই আশা করি দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।’

এই দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে এবং আসনটি এবার নজর কাড়বে দেশব্যাপী রাজনৈতিক মহলে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত