ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

নব্বইয়ের দশকের আন্ডারওয়ার্ল্ডে শাকিব খান, আসছে ‘প্রিন্স’

২০২৫ আগস্ট ২২ ১৭:১০:৩৯

নব্বইয়ের দশকের আন্ডারওয়ার্ল্ডে শাকিব খান, আসছে ‘প্রিন্স’

ঢাকার নব্বইয়ের দশকের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে আসছে নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। মেগাস্টার শাকিব খানকে মূখ্য ভূমিকায় নিয়ে ক্রাইম, অ্যাকশন ও ইমোশনের মিশেলে ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ।

প্রতীক্ষিত এই সিনেমার প্রথম পোস্টার শুক্রবার (২২ আগস্ট) বিকেলে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

চলচ্চিত্রটির নির্মাতা, শাকিব খানসহ অন্যান্য কলাকুশলীরা একযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি উন্মোচন করেন। পোস্টারটি শেয়ার করে নির্মাতা আবু হায়াত মাহমুদ লিখেছেন, "প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো। হাজির হচ্ছে এক নতুন মিথ- ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।" অন্যদিকে শাকিব খান লিখেছেন, "ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের - শহর চিনবে তার আসল নায়ককে।"

প্রকাশিত পোস্টারে দেখা যায়, লালচে অন্ধকার আবহের মধ্যে দুই হাতে পিস্তল উঁচিয়ে ধরে আছেন শাকিব খান। তার চারপাশে ঢাকার বিভিন্ন এলাকার নাম লেখা এবং নিচে বড় অক্ষরে লেখা ‘মেগাস্টার শাকিব খান – প্রিন্স – একদা এক সময় ঢাকাতে।’ পোস্টারটি প্রকাশের পরপরই শাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় ওঠে।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং আগামী নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে। ছবিতে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন, তবে তাদের নাম এখনও ঘোষণা করা হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত