ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
সিয়াম-বুবলীর ‘জংলি’ মুক্তির তারিখ ঘোষণা
ডুয়া ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তবে বর্তমানে ছোটপর্দার চেয়ে সিনেমার পর্দায়ই বেশি দেখা যায় অভিনেতাকে। গত বছর বেশ কয়েকবার ঘোষণা এলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি’। তবে এখন চূড়ান্ত ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিয়াম একটি মোশন পোস্টার শেয়ার করেছেন, যেখানে তাঁকে ভয়ঙ্কর এক রূপে দেখা গেছে। তাঁর চোখেমুখে আক্রোশের ছাপ এবং মুখ থেকে বের হয়ে আছে জিহ্বা, যা থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। এমন লুকে এর আগে অভিনেতাকে কখনও দেখা যায়নি।
মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে বাজছে—‘জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/ শিকারি হইব শিকার, বইবে নদীর রক্তজল/ মহামারি যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/ দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া!’
এছাড়াও জানানো হয়েছে যে, সিনেমাটি এই বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। মোশন পোস্টারের ক্যাপশনে সিয়াম আহমেদ ও ছবির পরিচালকেরা তেমনটাই উল্লেখ করেছেন।
চরিত্রটি ফুটিয়ে তোলা সিয়ামের জন্য চ্যালেঞ্জিং ছিল। তিনি জানান, প্রস্তুতি হিসেবে ৭ মাস ধরে চুল-দাড়ি কাটেননি।
সিয়াম বলেছেন, "অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার জন্য নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিতে রাজি হতে হয়। ‘জংলি’ আমার জীবনে তেমনই একটি চরিত্র। যদিও চুল-দাড়িতে এক্সটেনশন লাগাতাম, তবুও আমি প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর ধরে চরিত্রটাকে আগলে রেখেছি, কারণ আমি দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকবিচার করবেন।"
প্রসঙ্গত, সিয়ামের সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন শবনম বুবলী। অন্যান্য বিভিন্ন চরিত্রে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান এবং এরফান মৃধা শিবলু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস