ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

মায়ের মতো বউ পেয়েছি :  জাহিদ হাসান

২০২৫ আগস্ট ২০ ১৬:৫০:০৮

মায়ের মতো বউ পেয়েছি :  জাহিদ হাসান

দুই যুগের বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। তবে একসঙ্গে প্রকাশ্যে উপস্থিতি খুবই সীমিত হওয়ায় তাঁদের সংসার জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। অবশেষে, সেইসব গুঞ্জনের জবাব দিয়েছেন জাহিদ হাসান নিজেই।

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আরআরকে’ পডকাস্টে দাম্পত্য জীবনের খোলামেলা আলোচনা করেন এই গুণী অভিনেতা। জানান, মৌয়ের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ সুন্দর ও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

জাহিদ হাসান বলেন, তাঁরা ভালোই আছেন, তবে কিছু মানুষ সব সময় নেতিবাচক কিছু খুঁজে বের করতে চায়। মৌ তাঁর সব বিষয়ে খেয়াল রাখেন, রান্না করে খাওয়ান। আবেগপ্রবণ হয়ে বলেন, স্ত্রী মৌ তাঁর কাছে অনেকটাই মায়ের মতো। যত্ন করেন, ভালোবাসেন, আবার মাঝে মাঝে বিরক্তও হন। তবে তাঁদের মধ্যে কখনো ‘ইগো’র সংঘাত হয়নি, বরং মৌ তাঁর চেয়েও “ভালো মনের মানুষ”।

একসঙ্গে অনুষ্ঠান-আড্ডায় দেখা না যাওয়ার বিষয়েও খোলাখুলি ব্যাখ্যা দেন জাহিদ। জানান, দীর্ঘদিন ধরে শুটিং ও ব্যস্ততা তাঁকে পারিবারিক, সামাজিক অনুষ্ঠান থেকে দূরে রেখেছে। এমনকি নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারেননি একটি শোয়ের কারণে। বলেন, মৌ প্রায়ই একাই অনুষ্ঠানে যান, কারণ তিনি ক্লাব বা অনুষ্ঠানে গিয়ে আড্ডা ছেড়ে আসতে চান না।

পডকাস্টে সাবেক প্রেমিকার প্রসঙ্গও উঠে আসে। জাহিদ জানান, মৌ তাঁর অতীত সম্পর্কের কথা জানেন এবং বিষয়টি নিয়ে অনেক সময় মজাও করেন। একবার পুরোনো প্রেমপত্র খুঁজে পেয়ে মৌ তাঁকে ঠাট্টা করে বলেন, "এগুলো ফেলে রেখো কেন, যত্ন করে রাখো।" সেই পুরোনো প্রেমিকাকে নিয়ে এখন আর কোনো মন্তব্য করতে চান না জাহিদ। বলেন, তাঁকে একসময় ভালোবেসেছিলেন, এখন তিনি নিশ্চয় ভালো আছেন — এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দাম্পত্য সম্পর্কে আস্থা, শ্রদ্ধা ও মমতার দৃষ্টান্ত হয়ে রইলেন এই শোবিজ দম্পতি, যারা ক্যামেরার বাইরেও নিজেদের সম্পর্কটিকে ধরে রেখেছেন শক্তভাবে, নীরবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত