ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

পেঁয়াজ আমদানিতে বাজারে স্বস্তি

২০২৫ আগস্ট ২০ ১৪:১০:২৩

পেঁয়াজ আমদানিতে বাজারে স্বস্তি

দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মাত্র তিন দিনে প্রায় দুই হাজার টন ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এতে বাজারে সরবরাহ বেড়েছে এবং দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে, যা ভোক্তাদের জন্য স্বস্তির খবর।

সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের পাইকারি ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, ভারতীয় পেঁয়াজ বাজারে আসতেই দেশি পেঁয়াজের দর কমতে শুরু করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৬৫ থেকে ৬৭ টাকায়, আর ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ৭০টি ট্রাকে প্রায় দুই হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে। এখন নিয়মিত আমদানি চলছে। তিনি আশা প্রকাশ করেন, আমদানি অব্যাহত থাকলে বাজার দ্রুত স্থিতিশীল হয়ে উঠবে।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. রাসেল আহম্মেদ বলেন, মাত্র তিন দিনেই আমদানি হওয়া বিপুল পরিমাণ পেঁয়াজ বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়বে বলে তিনি জানান।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ জানান, বাজার মনিটরিং নিয়মিত করা হচ্ছে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পেঁয়াজের দাম কমলেও কৃষকদের যেন ক্ষতি না হয়, সেটি মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, দেশীয় উৎপাদন চাহিদার পুরোটা মেটাতে না পারায় প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে হয়। ভোমরা বন্দর দিয়ে আমদানি পুনরায় শুরু হওয়ায় সরবরাহ বাড়ছে, দাম নিয়ন্ত্রণে আসছে এবং সাধারণ ভোক্তারা স্বস্তি পাচ্ছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত