ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

আজ আখেরি চাহার সোম্বা, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২০ ১০:৩৫:২৫
আজ আখেরি চাহার সোম্বা, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

আজ বুধবার (২০ আগস্ট) পালিত হচ্ছে পবিত্র আখেরি চাহার সোম্বা। দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়।

যদিও আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে সরকারিভাবে কোনো সাধারণ ছুটি নেই তবে এটি ঐচ্ছিক ছুটি হিসেবে পালিত হয়। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় আজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ সব কলেজে আজ ছুটি থাকবে।

এছাড়া রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তি দিয়ে আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজকের ছুটির ঘোষণা করেছে।

উল্লেখ্য, মুসলিম বিশ্বে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আখেরি চাহার সোম্বা। দিনটি মূলত সফর মাসের শেষ বুধবারকে কেন্দ্র করে পালিত হয়।

‘আখেরি’ শব্দের অর্থ শেষ, ‘চাহার’ মানে সফর মাস এবং ‘শোম্বা’ মানে বুধবার। অর্থাৎ আখেরি চাহার সোম্বার অর্থ দাঁড়ায় সফর মাসের শেষ বুধবার।

ঐতিহাসিকভাবে দিনটির সূত্রপাত নবী করীম হযরত মুহাম্মদ (সা.)–এর অসুস্থতা ও হঠাৎ সাময়িক সুস্থ হয়ে ওঠার ঘটনার সঙ্গে জড়িত। ইতিহাসবিদদের মতে, অন্তিম জীবনে তিনি তীব্র মাথাব্যথায় ভুগছিলেন। একদিন হঠাৎ সুস্থ হয়ে ওঠেন, সাত কূপের পানি দিয়ে গোসল করেন এবং পরিবার ও সাহাবিদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটান। এ ঘটনায় সাহাবায়ে কিরামরা আল্লাহর শুকরিয়া আদায় করে দান–সদকা করেন।

সে দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। সেই স্মরণেই মুসলিম উম্মাহ প্রতিবছর দিনটিকে আখেরি চাহার সোম্বা হিসেবে পালন করে আসছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন উপলক্ষে মসজিদ, মাদরাসা, দরবার ও খানকায় অনুষ্ঠিত হচ্ছে ওয়াজ–নসিহত, জিকির–আজকার, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত। পাশাপাশি মুসলমানরা গোসল করে দু’রাকাত নফল নামাজ আদায়, রোগমুক্তির দোয়া ও দান–খয়রাতের মাধ্যমে দিনটিকে ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত