ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের জন্য বিশেষ উৎসাহ বোনাস

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ আগস্ট ১৭ ১১:৪০:৫৩
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের জন্য বিশেষ উৎসাহ বোনাস

২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম সমুদ্রবন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে চার শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে বন্দরের প্রতিটি কর্মকর্তা ও শ্রমিককে বিশেষ উৎসাহ বোনাস হিসেবে এক লাখ টাকা করে দেওয়া হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব তহবিল থেকে এই বরাদ্দ অনুমোদন করেছে। বিশেষ বোনাস বাবদ ব্যয় হবে প্রায় ৫০ কোটি টাকা।

চলতি অর্থবছরে চট্টগ্রাম বন্দরে প্রায় ৩৩ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার টিইইউ বেশি। একই সঙ্গে দেশের সবচেয়ে বড় রাজস্ব স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউস ২০২৪-২৫ অর্থবছরে ৭৫ হাজার ৪৩২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। আগের অর্থবছরে আদায় হয়েছিল প্রায় ৬৯ হাজার কোটি টাকা। ফলে এ খাতে রাজস্ব বেড়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা বা প্রায় ১০ শতাংশ।

প্রসঙ্গত, এই উৎসাহ বোনাস প্রদানের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল জাতীয়তাবাদী শ্রমিক দল ও ইসলামী শ্রমিক সংঘ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত