ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
সংস্কার, বিচার ও পিআর ছাড়া জনগণ নির্বাচন মানবে না: জামায়াত

জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে, তবে আমরা স্পষ্ট করে ঐকমত্য কমিশনকে বলেছি, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট কাঠামোর সংস্কার, হাজার হাজার ছাত্র-জনতার হত্যার বিচার ও আনুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা দিতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যথায় নির্বাচন হলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না বলেও জানান তিনি।
শুক্রবার বিকালে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, কেউ কেউ এটাকেই দ্বিতীয় স্বাধীনতা বলে। আমাদের প্রথম স্বাধীনতা এসেছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। তবে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে কারণ এর আগে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকার প্রায়শই সীমিত ছিল।
মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ পুনরায় তার গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। এই কারণে এটি দ্বিতীয় স্বাধীনতা নামে পরিচিত। দুই হাজার ছাত্র-জনতার আত্মত্যাগ এবং হাজার হাজার ছাত্রের আহত হওয়ার মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখতে হবে।
এর আগে সকাল সাড়ে ৬টায় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শলুয়া মদিনাতুল উলুম কওমি মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সকাল ৮টায় ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের হাইস্কুল সংলগ্ন কালভার্ট চত্বরে মতিলাল সরকারের সভাপতিত্বে, এবং সকাল ১০টায় গজেন্দ্রপুর গ্রামের রূপরামপুর-গজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মো. বেলাল হোসেনের সভাপতিত্বে পৃথক দুটি হিন্দু সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন।
তিনি বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু হওয়ার কারণে এ দেশে কোনো বৈষম্য চলতে পারবে না। দেশের সকল নাগরিকই সমানভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করবে। কোনো হিন্দু নির্যাতনের ঘটনা ঘটলে তা যাচাই-বাছাই ছাড়া শুধু রাজনৈতিক দায় চাপানো হবে না। তিনি আশ্বাস দেন, অতীতে জামায়াত-শিবির কখনো নির্যাতন, লুটপাট বা মন্দিরে হামলা চালায়নি এবং ভবিষ্যতেও করবে না।
গোলাম পরওয়ার আরও বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যখন দেশে কোনো সরকার ছিল না এবং আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ছিল, তখন জামায়াত-শিবিরের লোকজনই মানুষের বাড়ি-ঘর ও মন্দির পাহারা দিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। সেক্রেটারি জেনারেল মন্তব্য করেন, যদি জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীলভাবে ভোট দেন, তাহলে তারা ও তাদের পরিবার শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মহিলা ক্রিকেট বিশ্বকাপ, সরাসরি দেখবেন যেভাবে