ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

১৯ বছর পর আবারও আসছে বিটিভির ‘নতুন কুঁড়ি’

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ১৩ ১৯:৫৩:০৯
১৯ বছর পর আবারও আসছে বিটিভির ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৯ বছরের বিরতি শেষে অবশেষে ফিরছে দেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের সবচেয়ে জনপ্রিয় মঞ্চ ‘নতুন কুঁড়ি’।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃপক্ষ মঙ্গলবার (১২ আগস্ট) রাতে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেওয়ার পর থেকেই দর্শকমহলে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং অনেকেই শৈশবের স্মৃতিচারণায় মেতেছেন।

১৯৭৬ সালে প্রখ্যাত শিল্পী মোস্তফা মনোয়ারের হাত ধরে বিটিভিতে যাত্রা শুরু করে ‘নতুন কুঁড়ি’। গান, নাচ, অভিনয়, আবৃত্তিসহ সংস্কৃতির নানা শাখায় এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য প্রতিভা তুলে এনেছে। যদিও এর ইতিহাস আরও পুরোনো; স্বাধীনতার পূর্বে ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে অনুষ্ঠানটি প্রথম প্রচার শুরু হয়েছিল। স্বাধীনতার পর এটি দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং গণমাধ্যমের পরিবর্তিত ধারার কারণে ২০০৬ সালে অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এই মঞ্চ থেকেই উঠে এসেছেন আজকের তারকাদের অনেকেই, যাদের মধ্যে অভিনেত্রী তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম এবং সংগীতশিল্পী সামিনা চৌধুরীর মতো ব্যক্তিত্বরা অন্যতম।

এর আগেও ২০১০-এর দশকে এবং ২০২০ সালে অনুষ্ঠানটি পুনরায় চালুর পরিকল্পনা করা হলেও তা আলোর মুখ দেখেনি। বিশেষ করে ২০২০ সালের পরিকল্পনাটি কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত হয়ে যায়। তবে এবারের আনুষ্ঠানিক ঘোষণা দর্শকদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে।

বিটিভি এখনও অডিশন, সম্প্রচারের সময়সূচি বা অনুষ্ঠানের আঙ্গিকে কোনো পরিবর্তন আনা হবে কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তা সত্ত্বেও, ‘নতুন কুঁড়ি’র প্রত্যাবর্তন দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা খুঁজে বের করার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে দর্শকরা আশাবাদী।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত