ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
ঢাবির অর্ধশত অসচ্ছল শিক্ষার্থী পেল ৫ লাখ টাকার বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৫০জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে প্রথমবারের মতো ‘মুহাম্মদ শাহ আলম’ বৃত্তি প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ আজ বুধবার বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অ্যালামনাই আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহ আলমের অর্থায়নে এই বৃত্তি প্রদান করা হয়।
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান এবং দাতা আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহ আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোছা. সুমাইয়া খাতুন অনুভূতি প্রকাশ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বৃত্তিপ্রদান কার্যক্রম একটি অসাধারণ উদ্যোগ। বিভাগে এসে নব্বই বছর বয়সের একজন অ্যালামনাইয়ের বৃত্তি প্রদান করার উদ্যোগ খুবই প্রশংসনীয়। এটি সকলের জন্য শিক্ষণীয় বিষয়। বিভাগের ঐতিহ্য ধারণ করে সমাজে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. খুরশীদ আলমের পিতা। বিভাগের এই কৃতী অ্যালামনাই ১৯৬১ সালে এল.এল.বি প্রিলিমিনারি এবং ১৯৬২ সালে এল.এল.বি ফাইনাল পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করেন।
শিক্ষার্থীদের এককালীন ১০হাজার টাকা করে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. জাওয়াদ রায়হান, মুশাররাত জাহান খুশবু, মুবতাসিম ফুয়াদ মারুফ, মো. মুন্তাসিম বিল্লাহ, মোছা. রায়হান ইসলাম জারা, হাসিবুল হাসান, আছাদুল্লাহ্ বায়জিদ, প্রান্তী পাল অমি, আজিজুর রহমান, লাবিব আহসান রেদওয়ান, মো. জিহাদ প্রামানিক, তৈয়্যবা তাবাসসুম, দ্বীন ইসলাম দিপু, মোছা. আফসানা শারমিন, অনিক চন্দ্র দাস, মোসা. রিমি আক্তার, মো. রুহান সরকার, মো. আমিনুল ইসলাম, মেহনাজ মোস্তফা তালুকদার, মো. আজমাঈন আবরার, মো. তরিকুল ইসলাম সিয়াম, তানভির আহমেদ তারীফ, মোছা. ঊষা খাতুন, আলিশা নাওয়ার, ওসমান আলী, সাহারা ইসলাম সিথী, মোছা. সুমাইয়া খাতুন, মো. আ. রহমান আসিফ, মো. মহিউদ্দীন আজমান, সাইদুন্নেছা শাপলা, রাফি হাসনাত, মো. আরাফাতুজ্জামান অর্থ, ফাহীম হাসান, সাদিয়া আফরিন, এম আবরার খান মাহাথির, মুহাম্মদ কামরুল হুদা রিয়াজ, আবিদা রহমান মালিহা, লাবিবা খান, তাজনীম বাসরাত শশী, মো. সাকিব সামি, এস এম মারুফ সুকর্ণ, শুভাশীষ উরাঁও আকাশ, সামিরা সুলতানা, মো. রাফি মিয়া, আফনান ইবনে তাহের, মো. মাহির আহমেদ, ওয়াহিদুল ইসলাম, ইসরাত খন্দকার ঝিলিক, আনিকা তানজুম এবং মো. অনিক হাসান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন