ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বিশেষ বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার সহকারী সার্জন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ২৪ আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হবে। লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৭৯২ জন প্রার্থীর জন্য এই মৌখিক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। পরীক্ষাগুলো ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের একমাত্র যোগ্যতা নয়। প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরম এবং প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। এজন্য প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটকের নির্ধারিত ঠিকানা থেকে অনলাইনে পূরণকৃত বিপিএসসি ফরম-১ ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। এই ফরমটি নির্ধারিত দিনে মৌখিক পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে বোর্ডে জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের দুই সেট সত্যায়িত কাগজপত্রসহ মূল সনদ সঙ্গে আনতে হবে। এর মধ্যে রয়েছে:
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল ও সত্যায়িত সনদ।
- জন্মতারিখ প্রমাণের জন্য এসএসসি বা সমমানের সনদ।
- বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমমানের সনদ।
- বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত নিবন্ধন সনদ।
- মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র।
- প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নির্ধারিত সনদ।
- জাতীয় পরিচয়পত্র।
- চাকুরিরত প্রার্থীদের জন্য যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র।
- স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ সনদপত্র।
- পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণকৃত)।
- অনলাইনে পূরণকৃত বিপিএসসি ফরম-৩ এর দুই কপি।
- চিকিৎসক কর্তৃক প্রদত্ত উচ্চতা, ওজন ও বুকের মাপ সংবলিত প্রত্যয়নপত্র।
পিএসসি জানিয়েছে, নির্ধারিত কাগজপত্র ছাড়া কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। যদি কোনো প্রার্থীর স্থায়ী ঠিকানা পরিবর্তিত হয় বা নারী প্রার্থী স্বামীর ঠিকানা ব্যবহার করতে চান, তবে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরসহ সনদপত্র জমা দিতে হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা করার পরিকল্পনা থাকলে সরকারের অনুমতিপত্রও জমা দিতে হবে।
সাক্ষাৎকারপত্র ডাকযোগে পাঠানো হবে না, প্রার্থীদের অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ে সব কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত না হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তনের সুযোগ নেই, তবে বিশেষ ক্ষেত্রে পিএসসি বিষয়টি বিবেচনা করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস