ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
২৭তম বিসিএস
১৭ বছরের আইনি লড়াই শেষে ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ
দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে ২৭তম বিসিএসে বঞ্চিত ১ হাজার ১৩৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এই সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করতে সরকারকে নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৯ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ২০ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ নিয়োগবঞ্চিতদের পক্ষে রায় দিয়েছিলেন।
আইনজীবীদের মতে, এই রায়ের ফলে সরকারকে এখন রায় প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে বঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগ দিতে হবে।
ঘটনার প্রেক্ষাপট:
মামলার দীর্ঘসূত্রতার শুরু হয় ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই দ্বিতীয় পরীক্ষার ফলের ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়, যার ফলে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১,১৩৭ জন প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হন।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে বঞ্চিতরা আইনি লড়াই শুরু করেন। বিষয়টি হাইকোর্ট ঘুরে আপিল বিভাগে গড়ায়। ২০১০ সালে আপিল বিভাগ দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে বৈধ বললেও, পরবর্তীতে বঞ্চিতদের পক্ষ থেকে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হয়। সেই রিভিউ আবেদনের চূড়ান্ত নিষ্পত্তিতেই বঞ্চিতদের পক্ষে এই ঐতিহাসিক রায় এলো।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি