ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
২৭তম বিসিএস
১৭ বছরের আইনি লড়াই শেষে ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ

দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে ২৭তম বিসিএসে বঞ্চিত ১ হাজার ১৩৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এই সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করতে সরকারকে নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৯ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ২০ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ নিয়োগবঞ্চিতদের পক্ষে রায় দিয়েছিলেন।
আইনজীবীদের মতে, এই রায়ের ফলে সরকারকে এখন রায় প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে বঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগ দিতে হবে।
ঘটনার প্রেক্ষাপট:
মামলার দীর্ঘসূত্রতার শুরু হয় ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই দ্বিতীয় পরীক্ষার ফলের ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়, যার ফলে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১,১৩৭ জন প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হন।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে বঞ্চিতরা আইনি লড়াই শুরু করেন। বিষয়টি হাইকোর্ট ঘুরে আপিল বিভাগে গড়ায়। ২০১০ সালে আপিল বিভাগ দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে বৈধ বললেও, পরবর্তীতে বঞ্চিতদের পক্ষ থেকে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হয়। সেই রিভিউ আবেদনের চূড়ান্ত নিষ্পত্তিতেই বঞ্চিতদের পক্ষে এই ঐতিহাসিক রায় এলো।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস