ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

'শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৭ ১৮:৪৪:১৮
'শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে'

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন দেশে ফিরবেন এবং তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হলো তাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা।

বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, "আমাদের সব চেষ্টার মধ্যে একটি হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। আমরা চাই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, সেগুলোর ন্যায়বিচার তিনি যেন পান।"

তিনি আল-জাজিরা ও বিবিসির প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, "এসব প্রতিবেদনে স্পষ্ট দেখা যাচ্ছে তার (শেখ হাসিনার) ভূমিকা কী ছিল, কীভাবে তিনি আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। সারা বিশ্ব এখন জানে তিনি কী করেছেন। আমরা মনে করি, এসব বিষয় যত সামনে আসবে, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক চাপ তত বাড়বে।"

সরকারের এক বছর পূর্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসন ভেঙে পড়ার অভিযোগ নাকচ করে দিয়ে শফিকুল আলম বলেন, "এ বিষয়ে আমি একমত নই। আমরা কিছুদিন আগে গত সাড়ে পাঁচ বছরের অপরাধের পরিসংখ্যান দিয়েছি, যা প্রমাণ করে না যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।" তিনি আরও বলেন, বিদেশি কূটনীতিকরা পরিসংখ্যান দেখে বাংলাদেশকে একটি স্বল্প অপরাধপ্রবণ দেশ বলে মনে করেন।

প্রশাসন ভেঙে পড়ার অভিযোগ খণ্ডন করে তিনি সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, "প্রশাসন ভেঙে পড়লে এত অর্জন হতো না। গত বছর শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখন খাদ্যের মজুদ ছিল ১৮ লাখ টন, এখন আমাদের মজুদ ২১ লাখ টন। আমরা গত এক বছরে চার বিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ করেছি, মূল্যস্ফীতি কমিয়েছি এবং ব্যাংকিং খাতকে স্থিতিশীল করেছি। এই কাজগুলো আমলারাই করেছেন।"

তিনি আরও বলেন, এই সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে সফলভাবে আলোচনা করেছে, যা অনেকেই সম্ভব বলে মনে করেননি। পুলিশ আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে এবং অন্তর্বর্তী সরকার হওয়ায় সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত