ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ১০ জানুয়ারি

২০২৫ জানুয়ারি ০৮ ১৩:৩৪:১২
চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ১০ জানুয়ারি

ডুয়া বিনোদন : স্থগিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার এ জে রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। যা নানা কারণে তখন স্থগিত করা হয়। তবে সুখবর হচ্ছে, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারসহ দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ওই সময় আরও জানানো হয়, পরবর্তীতে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।

নির্বাচনে “যদি আপনাদের রায় পাই, চলচিত্রকে জাগাতে চাই” স্লোগানে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদ এবং “পাশে আছি-পাশে ছিলাম, পাশেই থাকবো” স্লোগানে শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ জে রানা ও বি এইচ নিশান। নির্বাচনে মোট ভোটার ৩৯৫ জন। এর মধ্যে সম্প্রতি চিত্রপরিচালক শাহ আলম মন্ডল, আজাদী হাসানাত ফিরোজ, সিবি জামান ও বশির আহমেদ মৃত্যুবরণ করায় ৪ জন ভোটার কমেছে। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে