ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল বিএনপি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৬ ০০:০০:১২
জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল বিএনপি

বিএনপির শীর্ষ নেতারা জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়ে এটিকে তারা গর্বের অর্জন বলে মন্তব্য করেছেন। এদের কেউ কেউ এটিকে ঐতিহাসিক গণঅভ্যুত্থানেরই স্বীকৃত অর্জন বলেও উল্লেখ করেছেন। আবার অনেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা।

তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ এবং দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রধান উপদেষ্টা তার দেওয়া কথা রেখেছেন। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এর আগে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। দেশে এখন শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতি পেয়েছে নতুন গতি, এবং বিভিন্ন সংকট অনেকটাই কাটিয়ে ওঠা গেছে।

নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে (ইসি) একটি চিঠি পাঠাব, যাতে নির্বাচন কমিশন আগামী রমজানের আগেই অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ২৪ জুলাইয়ের ঘোষণাপত্র দেশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানেরই প্রতিফলন। তিনি বলেন, জুলাই বিপ্লব ছিল সাধারণ মানুষের দীর্ঘ ১৬ বছরের লাঞ্ছনা-বঞ্চনার জবাব। এই বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যয় নিয়ে রাস্তায় নেমেছিল, আর সেই আকাঙ্ক্ষাকে আমরা পূর্ণভাবে ধারণ করি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাই বিপ্লবের লক্ষ্য ও চেতনা বাস্তবায়িত না হলে দেশ আবারও পুরোনো শাসনব্যবস্থায় ফিরে যাবে এবং জনগণ হবে অধিকারহীন।

তিনি বলেন, তাই প্রতিটি নাগরিকের দায়িত্ব, তারা যেন জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং বৈষম্যহীন গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ও সক্রিয় ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি ন্যায়বিচার, কাঠামোগত সংস্কার ও অবাধ নির্বাচনের পথ ধরেই সেই লক্ষ্য অর্জন সম্ভব।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত