ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

জুলাই সনদ থামেনি, নির্বাচনও থামবে না : শামসুজ্জামান দুদু

২০২৫ অক্টোবর ১৯ ১৫:০৪:৪৩

জুলাই সনদ থামেনি, নির্বাচনও থামবে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক :বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য ‘জুলাই সনদ’ যেমন থেমে থাকেনি, আসন্ন জাতীয় নির্বাচনও থেমে থাকবে না। তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ধারাবাহিক প্রক্রিয়া— এটি কোনো ব্যক্তি বা দলের ইচ্ছায় বন্ধ হওয়ার নয়।

রবিবার (১৯ অক্টোবর) চুয়াডাঙ্গার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের দলীয় প্রতীক নির্বাচন কমিশনের কাছে দাবি করেছে। কিন্তু কমিশনের তালিকায় সেই প্রতীক নেই। এখন বিষয়টি হচ্ছে— শুধু একটি দলের অনুরোধে কি নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় নতুন প্রতীক যোগ করা সম্ভব? এটি কমিশনের এখতিয়ার, তাই তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, বর্তমানে কিছু মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। নানা অজুহাতে বিভিন্ন দাবি তুলে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা চলছে। কেউ কেউ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনেরও হুমকি দিচ্ছে। আমরা বিএনপি হিসেবে সবসময় গণতান্ত্রিক ও যৌক্তিক দাবির পক্ষে আছি। তবে যারা আন্দোলনের ডাক দিচ্ছেন, তাদের ভাবতে হবে— দাবিগুলো কতটা সময়োপযোগী এবং রাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটে কতটা বাস্তবসম্মত।

বিএনপির এই নেতা মনে করেন, বিভিন্ন মহলের আন্দোলন বা দাবির কারণে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না। তিনি বলেন, “নির্বাচন তার নির্ধারিত পথেই এগিয়ে যাবে। জনগণ এখন সচেতন, তারা পরিবর্তন চায়— সেই পরিবর্তনের সুযোগ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আসবে।”

মতবিনিময় শেষে শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি সংগঠনের তৃণমূলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং বলেন, “বিএনপির শক্তি মাঠে, জনগণের মধ্যে। আমাদের ঐক্যই আগামী দিনের রাজনীতির মূল ভিত্তি।”

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

এই মতবিনিময় সভা শেষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে নির্বাচনী উচ্ছ্বাস ও সংগঠনের প্রতি উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানা গেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত