ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
প্রথমবার গাজায় খাদ্য সহায়তা ফেলল কানাডা
ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে সৃষ্ট নারকীয় তাণ্ডব ও দুর্ভিক্ষের মধ্যে ফিলিস্তিনিদের জন্য প্রথমবারের মতো বিমান থেকে সরাসরি মানবিক সহায়তা পাঠিয়েছে কানাডা।
সোমবার (৪ আগস্ট) এই সহায়তা পাঠানোর পাশাপাশি দেশটি ত্রাণ কার্যক্রমে বাধা দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে আবারও অভিযোগ তুলেছে।
কানাডার সরকারি এক বিবৃতিতে জানানো হয়, কানাডার সশস্ত্র বাহিনী একটি সিসি-১৩০জে হারকিউলিস বিমান থেকে গাজা ভূখণ্ডে ২১,৬০০ পাউন্ড (প্রায় ৯,৮০০ কেজি) ত্রাণ সামগ্রী ফেলেছে। এই অভিযানটি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় পরিচালিত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কানাডার পাশাপাশি জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, জার্মানি এবং বেলজিয়ামও বিমান থেকে মোট ১২০টি খাদ্য সহায়তার প্যাকেট ফেলেছে।
ত্রাণ বিতরণের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন কানাডা ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। কানাডা সরকার আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। দেশটির দাবি, ইসরায়েলি বাধার কারণে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর পক্ষে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, "মানবিক সহায়তা কাজ বাধাগ্রস্ত করাটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।"
তবে অটোয়ায় নিযুক্ত ইসরায়েলি দূতাবাস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও ইসরায়েল বরাবরই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে এবং গাজার মানবিক সংকটের জন্য হামাসকে দায়ী করছে।
উল্লেখ্য, গত মার্চে ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। পরে আন্তর্জাতিক সমালোচনার মুখে মে মাসে সেই নিষেধাজ্ঞা আংশিক তুলে নিলেও উপত্যকায় এখনো কঠোর বিধিনিষেধ জারি রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস