ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পের হুমকির মুখে ভারতের পাশে রাশিয়া

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ০৫ ১৯:৩০:২০
ট্রাম্পের হুমকির মুখে ভারতের পাশে রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় নয়াদিল্লি কড়া জবাব দিয়েছে এবং মস্কো ভারতের পাশে দাঁড়িয়েছে।

সোমবার (৪ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক মিডিয়া পোস্টে ভারতকে রাশিয়ার তেল কিনে বড় মুনাফায় বিক্রি করার জন্য অভিযুক্ত করেন এবং এর প্রতিক্রিয়ায় ভারতীয় পণ্যের ওপর শুল্ক "উল্লেখযোগ্যভাবে" বাড়ানোর হুমকি দেন। এর আগে গত সপ্তাহে, ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল, যা আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।

ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ভারত এটিকে "অযৌক্তিক ও অন্যায্য" বলে আখ্যা দিয়েছে এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত উল্লেখ করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে যে, মার্কিন হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।

ভারতের এই অবস্থানের পর রাশিয়াও দেশটির সমর্থনে এগিয়ে এসেছে। মঙ্গলবার (৫ আগস্ট) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের ওপর অবৈধ বাণিজ্য চাপ প্রয়োগের অভিযোগ আনেন। সাংবাদিকদের তিনি বলেন, "আমরা এমন অনেক বক্তব্য শুনছি যা প্রকৃতপক্ষে হুমকি এবং দেশগুলোকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার প্রচেষ্টা। আমরা এই ধরনের বক্তব্যকে বৈধ বলে মনে করি না।" তিনি আরও বলেন যে, সার্বভৌম দেশগুলোর তাদের নিজস্ব বাণিজ্য অংশীদার বেছে নেওয়ার অধিকার রয়েছে।

এই ঘটনাপ্রবাহের পাশাপাশি, ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী শুক্রবার থেকে আরোপ করা হতে পারে এবং রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোও এর আওতায় আসতে পারে বলে জানানো হয়েছে। তবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত