ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
কনস্টেবল থেকে এসআই
পুলিশের ঝুঁকিভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সাব-ইন্সপেক্টর (এসআই) পদমর্যাদার কর্মকর্তাদের ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে। চাকরির মেয়াদ ও পদের ওপর ভিত্তি করে এই ভাতা সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সোমবার (৪ আগস্ট) এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশে অর্থ বিভাগের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, এই বর্ধিত ঝুঁকিভাতা অবিলম্বে কার্যকর হবে।
এই সিদ্ধান্তের ফলে পুলিশের কনস্টেবল, নায়েক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (সশস্ত্র/নিরস্ত্র), এবং সাব-ইন্সপেক্টর (এসআই), সার্জেন্ট ও টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) পদের সদস্যরা বর্ধিত হারে ভাতা পাবেন। ২০১৫ সালের পর, অর্থাৎ প্রায় ১০ বছর পর, পুলিশের ঝুঁকিভাতা পুনর্নির্ধারণ করা হলো।
গেজেট অনুযায়ী, ২০১৫ সালের ৩০ জুন তারিখে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা যে পরিমাণ ঝুঁকিভাতা পেতেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নির্দিষ্ট পরিমাণ ভাতা যোগ করা হয়েছে।
পদভিত্তিক বর্ধিত ঝুঁকিভাতার হার:
কনস্টেবল:চাকরির বয়স ৫ বছর পর্যন্ত: ৩০০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ১,৮০০ টাকা।চাকরির বয়স ৫-১০ বছর: ৩৬০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ২,১৬০ টাকা।চাকরির বয়স ১০-১৫ বছর: ৪৪০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ২,৬৪০ টাকা।চাকরির বয়স ১৫-২০ বছর: ৫০০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৩,০০০ টাকা।চাকরির বয়স ২০ বছরের বেশি: ৬০০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৩,৬০০ টাকা।
নায়েক:চাকরির বয়স ৫ বছর পর্যন্ত: ৩৪০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ২,০৪০ টাকা।চাকরির বয়স ৫-১০ বছর: ৪০০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ২,৪০০ টাকা।চাকরির বয়স ১০-১৫ বছর: ৪৮০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ২,৮৮০ টাকা।চাকরির বয়স ১৫-২০ বছর: ৫৮০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৩,৪৮০ টাকা।চাকরির বয়স ২০ বছরের বেশি: ৬৮০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৪,০৮০ টাকা।
এএসআই (সশস্ত্র/নিরস্ত্র):চাকরির বয়স ৫ বছর পর্যন্ত: ৩৬০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ২,১৬০ টাকা।চাকরির বয়স ৫-১০ বছর: ৪৪০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ২,৬৪০ টাকা।চাকরির বয়স ۱۰-۱۵ বছর: ৫৪০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৩,২৪০ টাকা।চাকরির বয়স ১৫-২০ বছর: ৬৪০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৩,৮৪০ টাকা।চাকরির বয়স ২০ বছরের বেশি: ৭৬০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৪,৫৬০ টাকা।
এসআই/সার্জেন্ট/টিএসআই:চাকরির বয়স ৫ বছর পর্যন্ত: ৫৪০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৩,২৪০ টাকা।চাকরির বয়স ৫-১০ বছর: ৬৪০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৩,৮৪০ টাকা।চাকরির বয়স ১০-১৫ বছর: ৭৬০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৪,৫৬০ টাকা।চাকরির বয়স ১৫-২০ বছর: ৯০০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৫,৪০০ টাকা।চাকরির বয়স ২০ বছরের বেশি: ১,০৮০ টাকা বেড়ে মাসিক ভাতা হলো ৬,৪৮০ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা